• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবির সেই ছাত্রীকে রাব্বানীর সংগঠনের আইনি সহায়তার আশ্বাস

  ক্যাম্পাস ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:০৯
গোলাম রাব্বানী
ডাকসুর সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ধর্ষণের শিকার হওয়া সেই ছাত্রীকে বিচার পেতে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে সাবেক এই ছাত্রলীগ নেতা একথা জানিয়েছেন।

দৈনিক অধিকারের পাঠকদের জন্য রাব্বানীর দেওয়া স্টাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“বিয়ের প্রলোভন দেখিয়ে এবং সমস্যা সমাধান করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বোনকে ধর্ষণ করেছে ‘ছাত্র অধিকার পরিষদ’ নামের একই সংগঠনে কাজ করা দুই নরাধম!

একই সংগঠনের হওয়ায় ধর্ষকদ্বয়কে আশ্রয়-প্রশ্রয় দিয়ে, এ বিষয়ে বাড়াবাড়ি করলে চরিত্র স্খলন ও সম্ভ্রমহানির হুমকি দিয়েও শেষ রক্ষায় ব্যর্থ হয়ে, অপকর্মটিকে রাজনৈতিক মোড়ক দেয়ার হীন চেষ্টায় লিপ্ত ডাকসুর সাবেক ভিপি! অসহায় বোনটির যৌক্তিক শঙ্কা, রাজনৈতিক রং মাখিয়ে ও তথাকথিত জনপ্রিয়তা কাজে লাগিয়ে পার পেয়ে যেতে পারেন দুষ্কৃতকারীরা!!

আইনের ছাত্র হিসেবে এটুকু সুনিশ্চিত করছি, ন্যায় বিচারের স্বার্থে অসহায় বোনকে সকল প্রকার আইনি সহায়তা দিতে প্রস্তুত, Team Positive Bangladesh- Legal Services

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা নিয়ে ফের মন্ত্রণালয়ের বিবৃতি

অসহায় ভুক্তভোগীদের সঠিক আইনি পরামর্শ ও সহায়তা প্রদানের নিমিত্তে পরিচালিত গ্রুপটির সম্মানিত এডমিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী Rasida Chowdhury Nilu আপা ভুক্তভোগীকে মামলা পরিচালনার বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করবেন।

আইন তার নিজস্ব গতিতে চলবে।”

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড