• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না 

  অধিকার ডেস্ক

২৭ আগস্ট ২০২০, ১৬:৫০
জেএসসি
ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা না হওয়ার এ তথ্য জানানো হয়েছে।

দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখনো করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি এখনো হয়নি। এ কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা বাতিলের ঘোষণ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল হলেও এইচএসসি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি মন্ত্রণালয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আরও প্রায় দেড় মাস বৃদ্ধি পাওয়ায় এ সময়ে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড