• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার থাবায় ঢাকা কলেজের ৭ শিক্ষক

  ক্যাম্পাস ডেস্ক

০৯ জুলাই ২০২০, ২১:১৪
ঢাকা কলেজ
করোনার থাবায় ঢাকা কলেজের ৭ শিক্ষক (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী ভয়াবহ তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে ঢাকা কলেজের মোট সাতজন শিক্ষক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত তিনজন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। বাকি চার শিক্ষক বর্তমানে নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার এই তথ্য নিশ্চিত করেন।

আক্রান্ত শিক্ষকদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা পারভীন, অর্থনীতি বিভাগের প্রভাষক শামীম আহম্মেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মামুনুর রশীদ ইতোমধ্যেই করোনামুক্ত হয়েছেন। বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ।

এছাড়া মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানু, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ ক ম রফিকুল আলম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ইলোরা দাস সুমি ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন : ‘শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক’

এ দিকে, মহামারি করোনা ভাইরাসে বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২ হাজার ২৩৮ জন মারা গেলেন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩৬০ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড