• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রাথমিকের উপবৃত্তির টাকা দ্রুত তোলার নির্দেশ

  শিক্ষা ডেস্ক

১৮ জুন ২০২০, ২৩:০৯
প্রাথমিকের উপবৃত্তির টাকা দ্রুত তোলার নির্দেশ
প্রাথমিকের শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

মোবাইলে উপবৃত্তির অর্থ পাওয়ার পরও প্রাথমিকের যে সব শিক্ষার্থী-অভিভাবক সেই টাকা উত্তোলন করেননি তাদের আগামী ২৫ জুনের মধ্যে তুলতে বলা হয়েছে। তা নাহলে এসব টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়া হবে। সেই টাকা আর কেউ দাবি করতে পারবেন না।

মঙ্গলবার (১৭ জুন) প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান-তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্প থেকে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে টাকা তোলেনি এসব অভিভাবককে জানাতে বলা হয়েছে। প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছরে যেসব প্রাথমিক শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠানো হলেও কিছু অ্যাকাউন্টের টাকা তোলা হয়নি। শিক্ষার্থী-অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠানো হলেও দীর্ঘদিন কিছু অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে বিভিন্ন কিস্তিতে উপবৃত্তির টাকা অলসভাবে ফেলে রাখা হয়েছে।

আরও পড়ুন : সরকারি কলেজগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ

অর্থাৎ এসব অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তোলা হচ্ছে না। এতে অ্যাকাউন্টগুলোর প্রকৃত সুবিধাভোগী অভিভাবক নয় বলে বোঝা যাচ্ছে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড