• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষক-শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরার তথ্য পাঠানোর নির্দেশ

  শিক্ষা ডেস্ক

১০ জুন ২০২০, ১৫:৫৩
মাউশি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) লোগো (ছবি : সংগৃহীত)

ঢাকা মহানগরের স্কুল ও কলেজের ডিজিটাল হাজিরা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। ইতোমধ্যেই যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে তাদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বুধবার (১০ জুন) এই নির্দেশনা জারি করা হয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, ‘ঢাকায় অবস্থিত কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) ডিজিটাল হাজিরা বাস্তবায়িত হয়েছে তার তথ্য নির্দিষ্ট ছকে ৯ জুলাইয়ের মধ্যে [email protected] ঠিকানায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

জানা গেছে, ছকে প্রথমে ক্রমিক নং দিয়ে পরে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠানের ধরণ সরকারি/এমপিওভুক্ত/বেসরকারি এবং নিন্মমাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজ/উচ্চমাধ্যমিক বা কলেজ উল্লেখ করতে হবে।

আরও পড়ুন : বিশ্বসেরা ২০০০ বিশ্ববিদ্যালয়ে দেশের একমাত্র প্রতিষ্ঠান ঢাবি

এরপর বাস্তবায়িত ডিজিটাল হাজিরার ধরণের (শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী-শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী) বিররণ দিয়ে সর্বশেষ যদি কোনো মন্তব্য থাকে তা লিখে পাঠাতে হবে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড