• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিতের মেয়াদ বাড়ল

  শিক্ষা ডেস্ক

২৬ মার্চ ২০২০, ১৭:০৮
ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

করোনাভাইরাস সংক্রমণ সতর্কতা এবং বিরুপ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও সকল পরীক্ষা পূর্বঘোষিত ৩১ মার্চের পরিবর্তে ৯ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আগামী ৯ এপ্রিল পর্যন্ত এবং অফিসসমূহ আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে সকলের প্রতি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাময়িক বন্ধে ঘোষণা করা হয়।

আরও পড়ুন- ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং

এরপর অন্য এক সিদ্ধান্তে হলগুলোও খালি করার নির্দেশ দেওয়া হয়। একই সাথে বিশ্ববিদ্যালয় বন্ধের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ইতোমধ্যে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। শিক্ষকদেরও জরুরি কাজ অনলাইনে করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ওডি

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড