• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নটর‌ডেম নাট্যদলের দশম ন্যাশনাল ড্রামা কার্নিভালের উদ্বোধন

  ম‌নিরুল ইসলাম ম‌নি

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৬
নটর‌ডেম
 উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রাজ্ঞ নাট্যজন ড. ইনামুল হক (ছবি : দৈনিক অধিকার)

‌দেশ‌সেরা বিদ্যাপীঠ নটরডেম কলেজের নাট্যদ‌লের আয়োজনে তিন‌ দিনব্যাপী দশম ন্যাশনাল ড্রামা কা‌র্নিভা‌লের উদ্বোধন হয়েছে।

বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়া‌রি) বি‌কাল ৩টায় সংস্কৃ‌তি প্র‌তিমন্ত্রী কে এম খা‌লিদ এ উৎ‌সবের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তি‌নি ব‌লেন, দেশের সাংস্কৃ‌তিকবান্ধব শিক্ষা প্র‌তিষ্ঠানগু‌লোর ম‌ধ্যে নটরডেম কলেজ অন্যতম। শুধু শিক্ষার ফলাফ‌লেই নটর‌ডেম ক‌লেজ সেরা নয়, মাপকা‌ঠি নির্ধারণেও নটর‌ডেম দে‌শসেরা প্র‌তিষ্ঠান হ‌বে। মানসম্মত শিক্ষা ও সংস্কৃ‌তিচর্চার অনবদ্য এক‌টি নাম নটর‌ডেম।

সংস্কৃ‌তির শ‌ক্তির কথা তু‌লে ধ‌রে প্র‌তিমন্ত্রী ব‌লেন, সারা‌দিন বক্তব্য দি‌য়ে যে বার্তা মানু‌ষের কা‌ছে পৌঁছা‌নো যায় না। কিন্তু সে বার্তা‌টিই খুব সহ‌জেই নাটক, গান, ক‌বিতার মধ্য দিয়ে পৌঁছা‌নো যায়। এখা‌নেই সংস্কৃ‌তির শ‌ক্তি বোঝা যায়।

জা‌তির পিতার ঐতিহা‌সিক ভাষণ‌কে ‘অমর কাব্য’ আখ্যা দি‌য়ে তিনি ব‌লেন, বঙ্গবন্ধুর এক‌টি ভাষণই গোটা জা‌তি‌কে উজ্জীবিত ক‌রে‌ছিল। এটি এক‌টি অলিখিত ভাষণ, যে‌টি অমর মহাকাব্য হ‌য়ে চিরভাস্বর হ‌য়ে থাক‌বে।

এর আগে তি‌নি জাতীয় পতাকা, ক‌লে‌জ ও ক্লা‌বের পতাকা উত্তোলন শে‌ষে বেলুন উ‌ড়ি‌য়ে উৎস‌বের আনুষ্ঠা‌নিক কার্যক্র‌মের উদ্বোধন ক‌রেন।

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন- সোনারগাঁও ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, নটর‌ডেম ক‌লে‌জের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত‌পিউস রোজা‌রিও, বি‌শিষ্ট নাট্যকার ঝুনা চৌধুরী, অনুষ্ঠা‌নের মডা‌রেটর মো. আক্তারুজ্জামান।

প‌রে নটর‌ডেম ক‌লে‌জের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত‌ পিউস রোজা‌রিওর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রা‌খেন মডা‌রেটর মো. আক্তারুজ্জামান।

এ সময় বি‌শেষ অতিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন- প্রাজ্ঞ নাট্যজন ড. ইনামুল হক, সোনারগাঁও ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, বি‌শিষ্ট নাট্যকার ঝুনা চৌধুরী, নটর‌ডেম ক‌লেজ নাট্যদ‌লের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি এবং দৈ‌নিক অধিকারের প্রধান নির্বাহী ও সম্পাদক তাজবীর সজীব, বর্তমান সভাপ‌তি সায়ন্ত শাওকাত।

সভাপ‌তির বক্ত‌ব্যে আগত অতিথি‌দের কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রে নটর‌ডেম ক‌লে‌জের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত‌পিউস রোজা‌রিও ব‌লেন, আগামী‌ দি‌নেও আমরা সংস্কৃ‌তির বি‌ভিন্ন অনুষ্ঠা‌নে প্রতিমন্ত্রীর সাড়া কামনা কর‌ছি। তাহ‌লেই সংস্কৃ‌তিচর্চায় আরও এগিয়ে যা‌বে নটর‌ডেম ক‌লেজ।

ইঞ্জি‌নিয়ার আব্দুল আ‌জিজ ব‌লেন, শিক্ষা কার্যক্র‌মের পাশাপাশি সহ‌শিক্ষার কার্যক্রম খুবই প্র‌য়োজন। শিক্ষার্থীরা শুধু সেরা ছাত্র হ‌লেই যে ভা‌লো কিছু কর‌বে, এটার কোনো যৌ‌ক্তিকতা নেই।

‌নেতৃত্ব বিকা‌শে এ ধর‌নের ক্লা‌বের প্র‌য়োজনীয়তা তু‌লে ধ‌রে তি‌নি ব‌লেন, ক্লা‌বের নানা কর্মকাণ্ড নেতৃত্বগুণ তৈ‌রি ক‌রে। শুধু শিক্ষাই নয়, কো-কা‌রিকুলামই মানুষ‌কে প্রকৃত মেধাবী ক‌রে গ‌ড়ে তো‌লে।

আগামী‌তেও এমন আ‌য়োজ‌নের স‌ঙ্গে সম্পৃক্ত হ‌তে চান বলে জানান তিনি।

আক্তারুজ্জামান ব‌লেন, আমরা ২৬টি ইভেন্ট অনলাইনে চালু ক‌রে‌ছি। সেখা‌নে সারা দেশ থে‌কে আমরা প্রচুর সাড়া পে‌য়ে‌ছি। শুধু অনলাইনেই সা‌ড়ে ৬ হাজার শিক্ষার্থী ‌রে‌জি‌স্ট্রেশন ক‌রে‌ছে। এটা আমা‌দের জন্য বড় এক‌টি সুখবর।

নাট্যজন ড. ইনামুল হক ব‌লেন, নাট‌কের মাধ্য‌মে একজন মান‌বিক মানুষ তৈ‌রির চেষ্টা কর‌ছি আমরা। বর্তমান সম‌য়ে একজন মান‌বিক মানু‌ষের বড় প্র‌য়োজন।

‌শিক্ষার্থী‌দের উদ্দেশে তি‌নি ব‌লেন, তোমরা জা‌তির ভবিষ্যৎ। তোমা‌দের মধ্যে মান‌বিক মূল্যবোধ জাগ্রত কর‌তেই চেষ্টা কর‌ছি। অসাম্প্রদা‌য়িক ও মান‌বিক চেতনা নাট‌কের মাধ্য‌মে বিক‌শিত হবে।

নাট্যকার ঝুনা চৌধুরী ব‌লেন, নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করায় সবাইকে ধন্যবাদ জানাই। সবাই প্রা‌তিষ্ঠা‌নিক শিক্ষায় গুরুত্ব দেয় বে‌শি। কিন্তু এর বাই‌রেও নাটক আমা‌দের সুস্থ ও সুন্দর আদর্শ নাগ‌রিক হওয়ার শিক্ষা দেয়। যারা নাট‌কের সঙ্গে আছে তারা সন্ত্রাসী কিংবা নেশা কর‌তে পা‌রে না।

নটর‌ডেম নাট্যদ‌লের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি তাজবীর সজীব ব‌লেন, ক্লাব করার উদ্দেশ্য ছিল ক্লা‌বে ছে‌লেরা আস‌বে তা‌দের সেল্ফ ডেভল‌পমেন্টের জন্য। চেহারায় নয়, সবাই যেন চিন্তা-চেতনা আর চাল-চল‌নে স্মার্ট হয়। সুন্দর ম‌নের একজন মানুষ হতে পা‌রে। এই ক্লাব যেন এক‌দিন বাংলা‌দেশ‌কে আলোয় আলোকিত কর‌তে পা‌রে। নটর‌ডে‌ম নাট্যদ‌লের যাত্রা অব্যাহত থাকুক।

তিন দিনব্যাপী এই উৎস‌বে দে‌শের ৮০টি প্র‌তিষ্ঠা‌নের শিক্ষার্থীরা অংশগ্রহণ কর‌ছে। উদ্বোধনী অনুষ্ঠান শে‌ষে অংশগ্রহণকারী সদস্য‌দের কর্মশালা করান নাট্যকার ঝুনা চৌধুরী। উৎসব চল‌বে আরও দুই দিন। উৎ‌সবের টাই‌টেল স্পন্সর সোনারগাঁও ইউ‌নিভা‌র্সি‌টি। মি‌ডিয়া পার্টনার দৈ‌নিক অধিকার ও সময় টি‌ভি।

ওডি/এমআই/টিএএফ

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড