• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পূজার দিনে নির্বাচনের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৬ জানুয়ারি ২০২০, ১৭:৫১
মানববন্ধন
পূজার দিনে নির্বাচনের প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার)

সরস্বতী পূজার দিন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিউটন মজুমদার বলেন, ‘সংবিধান দেশের সকল সম্প্রদায়ের মানুষকে ধর্ম পালনের যে অধিকার দিয়েছে, সেই অধিকার এক সাম্প্রদায়িক অপশক্তি হরণ করার চেষ্টা করছে। যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন। এই অপশক্তিই দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম পূজা শ্রী শ্রী সরস্বতী পূজার দিনে নির্বাচন দিয়ে তাদের অধিকার খর্ব করেছে। কিন্তু আমরা এ সিদ্ধান্ত মানি না, মানতে পারি না। আগামী ৩০ জানুয়ারি সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিনীত অনুরোধ করছি।'

আরও পড়ুন : জেডিসির ১০ হাজার খাতা চ্যালেঞ্জ

আরেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমরা পূজার দিন কোনো নির্বাচন চাই না। নির্বাচনের তারিখ পেছাতে হবে। ছাত্রলীগের একজন কর্মী হিসাবে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

ওডি/এমআরকে

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড