• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘হানাদার ও তাদের দোসরদের চেষ্টা ব্যর্থ হয়েছে’

  বিজিসিটিইউবি প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৯, ১৯:০৩
বিজিসিটিইউবি
সভায় বক্তব্য রাখছেন বিজিসিটিইউবির উপাচার্য (ছবি : সংগৃহীত)

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (বিজিসিটিইউবি) উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ‘১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এবং এ দেশীয় দোসররা পরাজয় নিশ্চিত হয়ে জাতির শ্রেষ্ঠ সম্পদ বুদ্ধিজীবীদের পৈশাচিক, নির্মম ও বর্বরভাবে হত্যা করে। বাঙালি জাতি যাতে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে জন্য জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল।’

বক্তারা আরও বলেন, ‘বাঙালি জাতিকে মেধাহীন ও একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা তাদের লক্ষ্য ছিল।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী। এছাড়াও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ এন এম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক রনজিত কুমার দে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. হযরত আলী মিয়া প্রমুখ।

ওডি/এসএনএম

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড