• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘উন্নত বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের ভূমিকা পালন করতে হবে’

  নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৮
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি : ফাইল ফটো)

ঢাকার একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘উন্নত বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে সিআইপি (রফতানি) ও সিআইপি (ট্রেড)-২০১৭ কার্ড প্রদানকালে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘রফতানি আয়ের ৮৪ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। বিগত অর্থবছরে আমরা রফতানি করেছি চার হাজার ৬৮৭ কোটি মার্কিন ডলার। এ বছর পাঁচ হাজার ৪০০ মার্কিন ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালে আমাদেরর রফতানি ছয় হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন প্রমুখ।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড