• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদের পর প্রথম কার্যদিবসে লেনদেন কমলেও বেড়েছে সূচক

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৭:৪০
শেয়ারবাজার
(ছবি: সংগৃহীত)

টানা নয় দিন বন্ধ থাকার পর প্রথম কার্যদিবসে রবিবার (১৮ আগস্ট) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান ঘটেছে। তবে সূচক বাড়লেও এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাকি দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪১ পয়েন্টে।

দিনভর ডিএসইতে ৩২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ঈদের আগের শেষ কার্যদিবস থেকে যা ৮৬ কোটি ৮৬ লাখ টাকা কম। সে সময় লেনদেন হয়েছি ৪১০ কোটি ৫৬ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানির শেয়ারের মধ্যে ১৮৪টি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১২৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।

ডিএসইতে এদিন টাকার পরিমাণে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- খুলনা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, বিকন ফার্মা, মুন্নু সিরামিক, কপারটেক, গ্লোবাল ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ফরচুন সুজ এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে হাত বদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

দিনভর সিএসইতে ১৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে যা দেড় কোটি টাকা কম। সিএসইতে আগের কার্যদিবসে ১৬ কোটি ৮১ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড