• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈদকে ঘিরে বাড়ল রেমিটেন্স প্রবাহ  

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৬ আগস্ট ২০১৯, ০৮:৫৭
রেমিটেন্স
(ছবি: সংগৃহীত)

চলতি বছরের সদ্য সমাপ্ত জুলাই মাসে ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আয় বা রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এই মাসে তারা ১৫৯ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ২০ শতাংশ বেশি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে প্রবাসীরা ১৫৯ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। জুন মাসে যার পরিমাণ ছিল ১৩৬ কোটি ৮২ লাখ ডলার। সে হিসেবে এক মাসের ব্যবধানে ২২ কোটি ৯৪ লাখ ডলার রেমিটেন্স দেশে বেশি এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদ সামনে থাকায় রেমিটেন্স বেড়েছে বলে জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘ঈদ উৎসবে মানুষের বাড়তি খরচ হয়। সামনে ঈদ, অনেকে কুরবানির পশু কিনবে তাই বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে হুন্ডিতে রেমিটেন্স আসা কমেছে। এসব কারণে রেমিটেন্স প্রবাহ বেড়েছে।’

এই জুলাইয়ে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ১১৮ কোটি ২৮ লাখ ডলার। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৭ কোটি ৭৭ লাখ, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ এবং বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ ডলার এসেছে। ফলে দেখা যাচ্ছে, এই রেমিটেন্স প্রবাহতে বেসরকারি খাতের ব্যাংকগুলো রাজত্ব করেছে।

বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে একক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে। ব্যাংকটির মাধ্যমে ৩০ কোটি ৭৭ লাখ ডলার রেমিটেন্স এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের মাধ্যমে রেমিটেন্স এসেছে ১৬ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। আর সোনালী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ১২ লাখ ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৭৯ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। ২০১৭-১৮ অর্থবছরের বাংলাদেশ রেমিটেন্স থেকে আয় করে এক হাজার ৪৯৮ কোটি ডলার।

এছাড়া রেমিটেন্সের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত চার বছরের মধ্যে দেশে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। এ সময় রেমিটেন্স এসেছিল এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। গত ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর পরিমাণ ছিল এক হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। এছাড়া সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরের এক হাজার ৪৯৮ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা। যা তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড