• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুনাফা কমেছে সোনার বাংলা ইন্স্যুরেন্সের 

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২২ জুলাই ২০১৯, ১২:৪২
সোনার বাংলা ইন্স্যুরেন্স
(ছবি: সংগৃহীত)

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্সের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (২০১৯ সালের এপ্রিল-জুন) আগের বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) এক পয়সা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২২ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে বীমা কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ৩৯ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৪০ পয়সা। ফলে আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে এক পয়সা।

তবে মুনাফা কমলেও অর্ধবার্ষিক হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে। ২০১৯ সালের প্রথম ছয় মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৯৬ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৯২ পয়সা। সে হিসাবে তাদের শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৪ পয়সা।

পাশাপাশি আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও বেড়েছে। জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৯ পয়সা, গত জুন শেষে তার পরিমাণ ছিল ১৭ টাকা ৭৩ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৭১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি পরিচালন নগদ প্রবাহ ছিল ৪৩ পয়সা।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড