• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুট্টার দাম ঊর্ধ্বমুখী হলেও কমেছে গম-সয়াবিনের দাম

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৮ জুলাই ২০১৯, ১২:২৮
কৃষিপণ্য

বৈশ্বিক বাজারে কৃষিপণ্যের দাম ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আগের সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে ভুট্টার গড় দাম বেড়েছে। তবে গম ও সয়াবিনের দামে নিম্নমুখী প্রবণতা বজায় ছিল।

প্রতিষ্ঠানটির প্রাইস ইনডেক্স অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ভুট্টার গড় দাম ২ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এ সময়ে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) ভুট্টার গড় দাম ৪ ডলার ৪২ সেন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহের তুলনায় যা বুশেল প্রতি ১০ দশমিক ৭৫ সেন্ট বেশি।

অন্যদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমে ১ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টার ৫৬ শতাংশ ভালো মানের, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম। খাতসংশ্লিষ্টরা মনে করেন,সিবিওটিতে কৃষিপণ্যটির দাম সাময়িক বাড়ার কারণ হচ্ছে ভালো মানের পণ্য সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা। বাজারে পুরোদমে ভুট্টা উঠলেই দাম কমে আসবে বলে মনে করছেন তারা।

তবে সিবিওটিতে গত সপ্তাহে ভুট্টার বাড়লেও গম ও সয়াবিনের সাপ্তাহিক গড় দাম কম ছিল। আগের সপ্তাহের তুলনায় এ সময় গমের গড় দাম কমেছে ২ দশমিক ৩২ শতাংশ। সিবিওটিতে এ সময়ে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার ১৫ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলে ১২ দশমিক ২৫ সেন্ট কম।

আর সয়াবিনের গড় দাম আগের সপ্তাহের তুলনায় বুশেল প্রতি ২৮ দশমিক ৫ সেন্ট কমেছে। নভেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৮ ডলার ৯৪ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক শূন্য ৯ শতাংশ কম। গম ও সয়াবিনের বাড়তি সরবরাহ থাকায় এবং বেচাকেনা কম থাকায় দাম কমেছে।

সূত্র: সিনহুয়া ও এগ্রিমানি

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড