• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গেল সপ্তাহে তিন হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে ডিএসই

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৬ জুলাই ২০১৯, ১১:০৭
ডিএসই
(ছবি: সংগৃহীত)

গেল সপ্তাহে শেয়ারবাজারে চারদিন লেনদেন হয়। তবে এর মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হয়েছে। এক সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রায় তিন হাজার কোটি টাকা মূলধন হারিয়েছে। তবে এসময় বাজারে মূল্য সূচকের পতন হলেও গড় লেনদেনের পরিমাণ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন ৩ লাখ ৯৭ হাজার ৫৬৪ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। আর এর আগের সপ্তাহে ৪ লাখ ৪৫৭ কোটি টাকার লেদেন হয়েছিল। সে হিসেবে সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ২ হাজার ৮৯৩ কোটি টাকা কমেছে।

তবে আগের সপ্তাহের তুলনায় সপ্তাহব্যাপী ডিএসইতে লেনদেনের অংশ নেওয়া ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১৬৫টির দাম বেড়েছে, দাম কমেছে ১৬৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৩টির।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমেছে। আগের সপ্তাহে যা ৩৪ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়েছিল।

বাকি দুই মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের সপ্তাহের তুলনায় ১৪ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ কমেছে। এ সূচকটি গত সপ্তাহে ৩০ দশমিক ৫২ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ বেড়েছিল।

আর আগের সপ্তাহে ডিএসই শরিয়াহ্ সূচক ১২ দশমিক ৫৫ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ বাড়লেও গেল সপ্তাহে তা কমেছে ১২ দশমিক ৪৩ পয়েন্ট বা ১ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৮৬ কোটি ৮৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেনের পরিমাণ ছিল ৪২৩ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসেবে গড় লেনদেন বেড়েছে ৬৩ কোটি ১২ লাখ টাকা বা ১৪ দশমিক ৯০ শতাংশ।

আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১১৮ কোটি ৭৩ লাখ টাকা। আর গেল সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৪৭ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসেবে সপ্তাহ ব্যবধানে মোট ১৭১ কোটি ২৬ লাখ টাকা বা ৮ দশমিক শূন্য ৮ শতাংশ লেনদেন কমেছে। বিদায়ী সপ্তাহে ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে মোট লেনদেনের ৮০ দশমিক ৩৭ শতাংশ ছিল।আর বাকি ৯ দশমিক ৮২ শতাংশ ‘বি’, ৯ দশমিক ২৭ শতাংশ ‘এন’ এবং দশমিক ৫৩ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।

টাকার পরিমাণে সপ্তাহজুড়ে ডিএসইতে রানার অটোমোবাইলের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটি ৫৪ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে মোট লেনদেনের ২ দশমিক ৮২ শতাংশ ছিল।

আর ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৫২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে, যা সপ্তাহের মোট লেনদেনের ২ দশমিক ৬৯ শতাংশ। আর ন্যাশনাল পলিমার ৪৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সিঙ্গার বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জেএমআই সিরিঞ্জ, জিনেক্স ইনফোসিস এবং বসুন্ধরা পেপার।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড