• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাপানে ‘বাংলাদেশ মেলার’ উদ্বোধন

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৮ জুন ২০১৯, ১৫:৩৫
বাংলাদেশ মেলা
জাপানের নারুতো শহরের মেয়র মিচিহিকো ইজুমি মেলা উদ্বোধন করেন (ছবি : সংগৃহীত)

জাপানের তকুশিমা প্রিফেকচারের নারুতো শহরে বাংলাদেশের ভাবমূর্তির প্রসার এবং সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার (১৮ জুন) থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ মেলা’।

টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মেলা জাপানে বাংলাদেশের ব্রান্ডিং করতে এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য যে, বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুতো শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে। নারুতো শহরের মেয়র মিচিহিকো ইজুমি, তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তোশিয়াকি চুগান এবং বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ এই মেলার উদ্বোধন করেন।

মেলায় বাংলাদেশের পোশাক, হস্তশিল্প, পর্যটন আকর্ষণ, রিকশা এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শন করা হবে। এই মেলা চলবে আগামী (১ জুলাই) পর্যন্ত। পাশাপাশি মেলায় বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন জাপানি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করবে এবং নানা কার্যক্রম তুলে ধরবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড