• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরে ২৪ এপ্রিল শুরু হচ্ছে ‘জব ফেয়ার’

  যশোর প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৯, ১৭:৩৯
যশোর

আগামী ২৪ এপ্রিল যশোর টাউন হল ময়দানে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আয়োজন করা হয়েছে ‘জব ফেয়ার’। অর্থ মন্ত্রণালয়ের অধীনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) তত্ত্বাবধানে এসইআইএফ প্রকল্পের আওতায় এ জব ফেয়ারের আয়োজন করেছে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)।

শনিবার (২০ এপ্রিল) যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আরআরএফের পরিচালক আবুল কালাম আজাদ লিখিত বক্তব্যে এসব জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২৪ এপ্রিল সকালে টাউন হল ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। পরে একই স্থানে আলমগীর সিদ্দিক হলে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বিশেষ অতিথি থাকবেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহসমন্বয়ক জিতেন্দ্র কুমার রায়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন আরআরএফের চেয়ারম্যান মীর রওশন আলী মনা।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড