• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কার্বন রপ্তানিতে ভর্তুকি পেতে চারকোল অ্যাসোসিয়েশনের সনদপত্র দাখিলের প্রজ্ঞাপন

  অধিকার ডেস্ক    ১৫ এপ্রিল ২০১৯, ১৭:০৬

বাংলাদেশ ব্যাংক

এখন থেকে পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সনদের পরিবর্তে বাংলাদেশ চারকোল উৎপাদক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সনদপত্র দাখিল করতে হবে। পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন রপ্তানির বিপরীতে ভর্তুকি পেতেই এটি দাখিল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে সোমবার (১৫ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এটি তারা বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিবর্তে বাংলাদেশ চারকোল উৎপাদক রপ্তানি অ্যাসোসিয়েশনের সনদপত্র দাখিল করতে হবে। এ নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকে কিংবা নিরীক্ষার জন্য অডিট ফার্মের কাছে অপেক্ষমাণ ভর্তুকির আবেদনসহ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী ভর্তুকির আবেদনের ক্ষেত্রে কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন রপ্তানিতে ভর্তুকি দেওয়া প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড