• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

গত নয় মাসে রেমিটেন্স এসেছে ১১.৮৭ বিলিয়ন ডলার

  অধিকার ডেস্ক    ১৩ এপ্রিল ২০১৯, ১৪:০৩

বাংলাদেশ ব্যাংক

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে প্রবাসীরা দেশে ১ হাজার ১৮৬ কোটি ৮২ লাখ (১১.৮৭ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন । যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই থেকে মার্চ মাসে প্রবাসীরা দেশে ১ হাজার ৭৬ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছিলেন।

এদিকে প্রবাসীরা সর্বশেষ মার্চ মাসে ১৪৫ কোটি ৮০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। আর গত বছরের একই সময়ে ১৩১ কোটি ৭৭ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন। সে হিসাবে গতবছরের মার্চের চেয়ে চলতি বছরের মার্চ মাসে রেমিটেন্স বেড়েছে ১২ দশমিক ১৭ শতাংশ। অর্থনীতির গবেষক ও ব্যাংকাররা মনে করছেন, টাকার বিপরীতে ডলারের তেজী ভাব এবং হুন্ডি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে চলতি অর্থবছরেও রেমিটেন্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশে প্রতি মাসেই রেমিটেন্স প্রবাহ বাড়ছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন তারই ফল পাওয়া যাচ্ছে। প্রবাসীরা চলতি বছরের জানুয়ারিতে ১৫৯ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এটি ছিল এক মাসের হিসেবে সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত বছরের মে মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ১৫০ কোটি ৫০ লাখ ডলার। ২০১৮ সালে দেশে রেমিটেন্স এসেছিল এক হাজার ৫৫৩ কোটি ৭৮ লাখ (১৫.৫৪ বিলিয়ন) ডলার। যা ২০১৭ সালের চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড