• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৬৪ কোটি টাকা

  অধিকার ডেস্ক    ২৩ মার্চ ২০১৯, ১৬:৪৮

ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটের লেনদেনে গত সপ্তাহের চার কার্যদিবসে ২৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। এসময় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৩ কোটি ৪১ লাখ চার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তবে তা আগের সপ্তাহের তুলনায় ১১ কোটি তিন লাখ ৮২ টাকা বা ১৭ শতাংশ কম ছিল। আগের সপ্তাহে ৬৪ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ব্লকে গত চার কার্যদিবসে লেনদেন হওয়া ২৩ টি কোম্পানি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক, সামিট পাওয়ার, গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক, ডেল্টা ব্রাক হাউজিং, রেনউইক যজ্ঞেশ্বর, ফরচুন সুজ, ডেসকো, প্যারামাউন্ট টেক্সটাইল, এসকে ট্রিমস, বাংলাদেশ সাবমেরিন কেবল, ভিএফএস থ্রেড ডাইং, মার্কেন্টাইল ব্যাংক, মুন্নু জুট স্টাফলার্স, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সুহৃদ ও ইউনিয়ন ক্যাপিটাল।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে। তাদের ১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সামিট পাওয়ার আট কোটি তিন লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে। আর গ্রামীণফোন ছয় কোটি ৪৩ লাখ টাকার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে, এক কোটি টাকার উপরে শেয়ার লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোবাকোর চার কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, মুন্নু জুট স্টাফলার্সের তিন কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকা, সিটি ব্যাংকের দুই কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের তিন কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা, ইউনাইটেড পাওয়ারের দুই কোটি ৪০ হাজার টাকা,বেক্সিমকো ফার্মার এক কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা, সিঙ্গার বিডির এক কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা এবং অলিম্পিকের এক কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর এককভাবে এক কোটি টাকার কম শেয়ার লেনদেন করা কোম্পানির মধ্যে আছে- ডেল্টা ব্রাক হাউজিংয়ের ৭৯ লাখ ৬০ হাজার টাকা, ফরচুন সুজের ২৫ লাখ ১০ হাজার টাকা, ডেসকোর ২৪ লাখ ৫০ হাজার টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের ৩৬ লাখ ১০ হাজার টাকা, এসকে ট্রিমসের ২২ লাখ ৬০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৪ লাখ ৪০ হাজার টাকা এবং বাংলাদেশ সাবমেরিন কেবলের ২১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটে এককভাবে ২০ লাখ টাকার কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- মার্কেন্টাইল ব্যাংকের ১১ লাখ ৩০ হাজার টাকা, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৩ লাখ ১০ হাজার টাকা, সুহৃদের সাত লাখ ৩০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নয় লাখ ২০ হাজার টাকা এবং ইউনিয়ন ক্যাপিটালের ছয় লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড