• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাত্র পাঁচ মিনিটে ৩০০ কোটি মার্কিন ডলারের ব্যবসা!

  অধিকার ডেস্ক    ১২ নভেম্বর ২০১৮, ১১:১২

আলিবাবা
ছবি : সংগৃহীত

আপনাকে যদি প্রশ্ন করা হয় পাঁচ মিনিট সময়ে কী করতে পারবেন তবে উত্তর কী হবে? হয়তো একটি বড় সাইজের পিৎজা খেয়ে ফেলা কিংবা অনেকখানি পথ হাঁটা। একজন ব্যবসায়ীকে একই প্রশ্ন করা হলে তিনি হয়তো বলবেন পাঁচ মিনিট অনেক পণ্য বিক্রি কিংবা ভালো অঙ্কের লাভের কথা।

তাই বলে ৩০০ কোটি মার্কিন ডলারের ব্যবসা! তাও আবার মাত্র পাঁচ মিনিটে? রবিবার (১১ অক্টোবর) এই বিপুল পরিমাণ বিক্রির রেকর্ড গড়ল চীনের ই-কমার্স সংস্থা আলিবাবা। সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অল্প সময়ের মধ্যে এই পরিমাণ বিক্রি, বিশ্বের মধ্যে সব থেকে বড় কেনাকাটা।

আলিবাবার তরফ থেকে দাবি করা হয় গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫০০ কোটি মার্কিন ডলারের বেশি ব্যবসা করেছে সংস্থাটি। প্রচুর অফার মিলেছে ফ্রাঙ্কফুট, টোকিয়োর মতো শহর থেকে। বিক্রিত পণ্যের মধ্যে তালিকার শীর্ষে ছিল অ্যাপল, শাওমির মতো বহুল প্রচলিত সংস্থার জিনিস।

সম্প্রতি চীনের ওপর বিভিন্ন মার্কিন নিষেধাজ্ঞার কারণে রোজগার অনেকটাই কমে গেছে আলিবাবার। সেই প্রেক্ষিতে এত কম সময় এই বিপুল ব্যবসা, সংস্থাটির জন্য যেন অক্সিজেনের মতো।

সূত্র : বিজনেস ইনসাইডার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড