• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসবগুলের ভুসি দুই হাজার টাকা কেজি

রমজানে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 

  এম কামাল উদ্দিন, সিনিয়ার স্টাফ রিপোর্টার (রাঙামাটি)

২৮ মার্চ ২০২৩, ১১:০৪
রমজানে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 
ইসবগুলের ভুসি (ফাইল ছবি)

রাঙামাটির বাজারে অতি মাত্রায় বেড়েছে ইসবগুলের ভুসির দাম। প্রতি কেজি ইসবগুলের ভুসির দাম দুই হাজার টাকা। এছাড়াও প্রচুর দাম বেড়েছে দেশি মুরগির। এক কেজি দেশি মুরগির দাম প্রায় ৬শ' টাকা।

অপর দিকে বেড়েছে, ছোলা, চিনি, পোলাও চাল, ডালসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ১২০ টাকা কেজি বয়লার এখন ২৪০ টাকা। বেড়ে গেছে মাছ মাংসের দাম।

অন্য দিকে ২০ টাকার বেগুন এখন ৮০ টাকা কেজি। সকল প্রকার তরি-তরকারির দাম বেড়েছে। এক কথায় রমজান মাস আসার সাথে সাথে সব কিছুরই দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। তবে রমজানকে সামনে রেখে বেড়েছে ফলের দাম।

রোজাদাররা বলেন- বাহিরের দেশে রমজান আসলে দ্রব্যমূল্যের দাম আর আমাদের দেশে দাম বাড়ে। রোজা আসার সাথে সাথে প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, তাদের বেশি দামে কিনতে হয় সে জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সারা দেশেই জিনিসপত্রের দাম বেড়ে গেছে।

ক্রেতারা বলছেন, মালামাল মজুদ থাকা সত্ত্বেও বেশি লাভের আশায় ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে দাম বেশি নিচ্ছে।

এ দিকে বাজার নিয়ন্ত্রণ রাখতে রমজানের প্রথম দিন বাজার মনিটরিংয়ে বের হয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। জেলা প্রশাসক যতক্ষণ বাজারে ছিলেন ততক্ষণ বাজার দর ঠিক ছিল। তার পর যেই সেই বলে দাবি স্থানীয়দের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড