• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কেন্টাইল ব্যাংক দেবে ১৬ শতাংশ লভ্যাংশ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২৪ মার্চ ২০২০, ১৭:৩৩
মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংক (ছবি : সম্পাদিত)

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব অর্থবছরের জন্য শেয়ার হোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

রবিবার (২২ মার্চ) মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সুপারিশ করা হয়।

২০১৯ হিসাব অর্থবছরের জন্য মার্কেন্টাইল ব্যাংকের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১ পয়সা হয়েছে, যা আগের হিসাব বছরে ৩ টাকা ১২ পয়সা (পুনর্মূল্যায়িত) ছিল। ৩১ ডিসেম্বর সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২২ টাকা ৯৬ পয়সা দাঁড়িয়েছে, যা আগের হিসাব বছর শেষে ২২ টাকা ৯১ পয়সা ছিল।

আরও পড়ুন : এনজিও ঋণগ্রহীতাদের ৬ মাসের কিস্তি শিথিল

আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এমবিএল সেন্টারে কোম্পানিটির লভ্যাংশসহ অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ জন্য ১৫ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব অর্থবছরের জন্য মার্কেন্টাইল ব্যাংক শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ এবং ২০১৭ হিসাব অর্থবছরে ১৭ শতাংশ নগদের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন ব্যাংকটির শেয়ার হোল্ডাররা।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড