• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পোশাক খাতে দেড় বিলিয়ন ডলারের ক্রয় আদেশ স্থগিত

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২৩ মার্চ ২০২০, ১০:০৬
ড. রুবানা হক
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ২২ মার্চ পর্যন্ত পোশাক খাতের ১ হাজার ৮৯টি কারখানায় প্রায় দেড় বিলিয়ন ডলারের ক্রয় আদেশ স্থগিত করা হয়েছে। তথ্যটি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক নিশ্চিত করেছেন।

রবিবার (২২ মার্চ) রাতে ড. রুবানা হক বলেন, আমাদের দেশে ভয়াবহ অবস্থা চলছে। বিভিন্ন দেশ থেকে ক্রেতারা তাদের সব ধরনের ক্রয় আদেশ স্থগিত করছে। আমাদের কাছে বাতিলের সমতুল্য। সর্বশেষ তথ্য অনুসারে, ২২ মার্চ পর্যন্ত ১ হাজার ৮৯টি কারখানার ৮৭ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৬২২টি পোশাক কার্যাদেশ বাতিল করা হয়েছে, যেখানে প্রায় ১২ লাখ শ্রমিক কাজ করেন। আর এর আর্থিক পরিমাণ ১ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা, বিনিময় হার ৮৫ টাকা ধরে)।

একের পর এক ক্রয়াদেশ বাতিল হচ্ছে। এভাবে চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে এ খাত। কঠিন এ অবস্থায় পোশাক মালিকরা বায়ারদের ক্রয় আদেশ স্থগিত না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পোশাক উদ্যোক্তারা সরকারের কাছে সংকট উত্তরণের জন্য দ্রুত অর্থায়নে বিশেষ তহবিল গঠনসহ নগদ প্রণোদনা চায়।

আরও পড়ুন : বন্ধ হয়ে গেছে পোশাকের শিপমেন্ট

পোশাক ব্যবসায়ীরা জানিয়েছে, আমেরিকা, ইউরোপ ও কানাডা করোনা ভাইরাসের কারণে লকডাউন হয়ে গেছে। প্রতিটি দেশ থেকে বায়াররা ক্রয় আদেশ স্থগিতের বার্তা পাঠাচ্ছে। এতে করে পোশাক খাত বড় ঝুঁকিতে রয়েছে। এভাবে চললে বন্ধ হয়ে যাবে কারখানা। আর শ্রমিকদের বেতন দেওয়াও সম্ভব হবে না।

ক্রেতাদের স্থগিতাদেশ সম্পর্কে সংশ্লিষ্টরা তাদের পূর্বের অভিজ্ঞতা থেকে বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই আদেশ স্থগিত হলে তা বাতিল করে দেওয়া হয়।

ওডি/এওয়াইআর