• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আয়কর দিতে হয় না যে ১৩ দেশকে

  অধিকার ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৬
আয়কর
ছবি : প্রতীকী

যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইংল্যান্ডের মতো দেশগুলোকে বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। এরপরও এসব দেশের নাগরিকদের আয়কর না দিলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়। কিন্তু বিশ্বে এমন ১৩টি দেশ রয়েছে যেখানে নাগরিকদের আয়কর প্রদান করতে হয় না।

কেপিএমজি থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে ১৫০টি দেশের মধ্যে ১৩টি দেশের আয়কর দিতে হয় না। এই দেশগুলো হলো- অ্যাঙ্গুইলা, কুয়েত, অ্যান্টিগুয়া ও বারবুডা, বাহামা, কাতার, বাহরাইন, বারমুডা, ব্রুনাই দারুসসালাম, কেম্যান দ্বীপপুঞ্জ, ওমান, সেন্ট কিটস ও নেভিস, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন : দেড় যুগ পর নিখোঁজ মায়ের খোঁজ পেলেন ৪ সন্তান

আবার বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে আয়কর খুব বেশি। কেপিএমজির পরিসংখ্যান অনুযায়ী, উচ্চ আয়কর দেওয়ার ক্ষেত্রে সবার প্রথমে রয়েছে সুইডেন। দেশটিতে প্রায় ৫৭ দশমিক ২ শতাংশ আয়কর দিতে হয়।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। তাদের ৫৫ দশমিক ৯০ শতাংশ আয়কর দিতে হয়। অস্ট্রিয়ায় ৫৫ শতাংশ, ফিনল্যান্ডে ৫৩ দশমিক ৬০ শতাংশ, আরুবায় ৫২ শতাংশ, নেদারল্যান্ডসে ৫১ দশমিক ৬০ শতাংশ আয়কর দিতে হচ্ছে নাগরিকদের।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড