• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধায় বন্যার পানিতে ফসলের ব্যাপক ক্ষতি

  গাইবান্ধা প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, ১০:০৪
ফসল ক্ষেত
নদীর পানিতে তলিয়ে যাওয়া ফসল ক্ষেত (ছবি : দৈনিক অধিকার)

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধা জেলার সাতটি উপজেলার বন্যার পানি থৈ থৈ করছে। প্লাবিত হয়েছে জেলার ৩৯০টি গ্রাম। তবে সদর, সাঘাটা, ফুলছরি উপজেলায় বন্যার পানি কমতে শুরু করলেও সদ্য বন্যার পানিতে ডুবে আছে আউশ ধান, আমন ধানের বীজ তলা, পাট, পানের বরজ, বিভিন্ন সবজি ক্ষেত। পানিতে ডুবে সব হারিয়ে হতাশায় পড়েছেন গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর উপজেলার কৃষকরা।

এছাড়া ব্রহ্মপুত্র, ঘাঘট নদী, করতোয়া নদের পানি এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গোবিন্দগঞ্জে ১০টি, সদরে ১২টি, পলাশবাড়ীর ৩টি, ফুলছরির ৭টি, সাঘাটার ৯টি, সুন্দরগঞ্জের ৮টি, সাদুল্লাপুরের ২টি ইউনিয়নের কৃষকের কষ্টের ফসল পানির নিচে ডুবে রয়েছে।

কয়েকদিন আগেও যে সবুজ শ্যামল ফসলি জমি মাঠ ভরা ছিল আজ তা আর নেই। পানিতে দীর্ঘ সময় ডুবে তা নষ্ট হয়ে গেছে। চলতি আমন মৌসুমের ধানের চারা ও মূলধন হারিয়ে সময় মতো চারার সরবরাহ না পাওয়া গেলে আমন চাষ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন এ অঞ্চলের কৃষকরা। একমাত্র উপার্জনের মাধ্যম কৃষি জমির ফসল হারিয়ে অনেকে পথে বসার উপক্রম হয়েছে। সাঘাটার ভাঙার মোড়ের আব্দুল সালাম দৈনিক অধিকারকে বলেন, ‘বন্যায় আমার সব শেষ হয়ে গেছে। আমন ধানের বীজ তলা ১০ দিন যাবত পানির নিচে পড়ে আছে। কীভাবে আমনের ধান লাগাব কোথায় পাব বীজ। আমার ২০ শতক জমিনের পাট সব নদীগর্ভে।’

সদর উপজেলার আসমতপুর গ্রামের সালাম বলেন- ‘বাড়িতে পানি, রাস্তায় এসে খোলা আকাশের নিচে আছি। আউস (বর্ষালি) ধান লাগিয়েছিলাম বন্যার পানি তা নষ্ট করে হয়ে গেল। বন্যা আমাদের নিঃস্ব করে দিল।’

পলাশবাড়ি কুমারগাড়ী গ্রামের আব্দুল হানান বলেন, ‘বন্যার পানিতে চলতি মৌসুমে আমনের বীজ তলা তো নষ্ট হয়েছে। সেই সঙ্গে নষ্ট হয়েছে আউশ ধান।’

সরকারি হিসাব অনুযায়ী চলমান বন্যায় এ পর্যন্ত জেলায় ৫ লক্ষ ১৪ হাজার ৮শ ৯৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত উপজেলায় ৫১টি ইউনিয়নে মোট ১৪ হাজার ২২ হেক্টর ফসলি নিমজ্জিত রয়েছে। এ সব ইউনিয়নের চলতি মৌসুমে আমন ধানের বীজ তলা ২ হাজার ৮শ ৮১ হেক্টর, আউশ ধান (বর্ষালি) ৩ হাজার ১শ ৯০ হেক্টর, শাক-সবজি ১ হাজার ১শ ৭৭ হেক্টর, পাট ৬ হাজার ৬শ ১৯ হেক্টর এবং অন্যান্য ১ হাজার ৪শ ৫৪ হেক্টর ফসলি জমি নিমজ্জিত রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম ফেরদৌস দৈনিক অধিকারকে জানান, সদ্য বন্যায় কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন ধানের বীজ তলা নষ্ট হয়েছে। তবে চলতি মৌসুমে আমন চাষ নির্বিঘ্ন করতে কৃষকদের চারাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে বলে জানান তিনি।

এ দিকে সরকারিভাবে আমন ধানের বীজ সরবরাহ করলে নতুন করে কৃষকরা জমি রোপণ করতে পারবে আশা সংশ্লিষ্টদের। বন্যার ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিনামূল্যে বীজ সরবরাহ করার দাবি কৃষকদের।

ওডি/এসজেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড