• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বোরো ধানে কারেন্ট পোকার আক্রমণে দিশাহারা কৃষক

  রূপসা প্রতিনিধি, খুলনা

১৩ এপ্রিল ২০১৯, ১৩:২৬
বোরো ধান
বোরো ধান ক্ষেতে এখন কারেন্ট পোকার প্রাদুর্ভাব (ছবি : দৈনিক অধিকার)

খুলনার রূপসা উপজেলার পাঁচটি ইউনিয়নের অধিকাংশ গ্রামের বোরো ধান ক্ষেতে এখন কারেন্ট পোকার প্রাদুর্ভাব।

ফসল তোলার আগে এ সমস্যা থেকে উত্তরণে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেও কোনো ফল মিলছে না। বরং কারেন্ট পোকার আক্রমণে ফসলহানীর আশঙ্কায় কৃষকরা এখন দিশাহারা।

শনিবার (১৩ এপ্রিল) উপজেলার চাঁদপুর বিল ঘুরে দেখা যায়, মাঠে মাঠে সবুজের সমারোহের মধ্যে বিবর্ণ হয়ে যাচ্ছে ধানের পাতা। এ নিয়ে কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও মাঠ পর্যায়ে নেই কোনো কৃষি কর্মকর্তাদের তৎপরতা এমন অভিযোগ কৃষকদের।

ফলে এ বিপদে করণীয় সম্পর্কে সঠিক কোনো নির্দেশনা পাচ্ছেন না চাষিরা। চাষিদের অভিযোগ, বাদামী গাছ ফড়িং (বিপিএইচ) বা কারেন্ট পোকা ছড়িয়ে পড়ছে ক্ষেত থেকে ক্ষেতে। ধানের মুকুল বের হওয়ার পর থেকে এ পোকার আক্রমণ বেড়ে গেছে। প্রতিনিয়ত ধান গাছের গোড়া থেকে রস আহরণ করছে। ফলে দ্রুত গাছ ও পাতা শুকিয়ে বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে।

উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামের চাষি সালেম বলেন, এবার আড়াই শতক জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। কিন্তু পুরো ক্ষেত কারেন্ট পোকা বিনষ্ট করে দিয়েছে। বাজারে যে কীটনাশক পাওয়া যায় তাতেও কোনো সুফল আসেনি বলে জানান তিনি।

কাজদিয়া গ্রামের কৃষক জিয়া খান জানান, ধানে যেভাবে বিলাস রোগ দেখা দিচ্ছে, যার কারণে ফসল নিয়ে অনেক চিন্তায় আছি।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন দৈনিক অধিকারকে বলেন, কারেন্ট পোকার আক্রমণে ফসল নষ্টের ঘটনা ঘটছে। এই রোগ সারাতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রচারপত্র বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড