• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনার চিংড়ি চাষের পাশাপাশি বেড়েছে বোরোর চাষাবাদ

  পাইকগাছা, খুলনা

২০ মার্চ ২০১৯, ১৭:১৯
বোরো ধান
চিংড়ি চাষের পাশাপাশি বেড়েছে বোরো ধানের চাষাবাদ (ছবি : দৈনিক অধিকার)

খুলনার দক্ষিণাঞ্চলের পাইকগাছার সীমান্তবর্তী কয়রা উপজেলায় লবণ পানির চিংড়ি চাষের পাশাপাশি বেড়েছে বোরো ধানের চাষাবাদ। এ বছর এই চাষাবাদ গত বছরের তুলনায় অনেক বেড়েছে। ২০০৯ সালে আইলা পরবর্তী কয়রা উপজেলার কিছু কিছু এলাকায় আমন ধানের চাষ হলেও বোরো চাষ ছিল শূন্যের কোটায়। তবে লবণ পানির চিংড়ি চাষ আইলার পর বেড়ে গেলেও গত ২-৩ বছরে কমতে শুরু করে এবং এ বছর কয়রা উপজেলায় তা কমে ৩৭ হাজার বিঘা জমিতে দাঁড়িয়েছে। বিগত ২-৩ বছর শুকনো মৌসুমে কিছু কিছু এলাকায় বোরো ধানের চাষাবাদ করে কৃষকরা লাভবান হওয়ায় চলতি মৌসুমে এর ওপরে ঝুঁকছেন তারা। ফলে ৩৫ হাজার বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আইলা পরবর্তী জমিতে লবণাক্ততার কারণে ৬০ হাজার বিঘার বেশি জমিতে লবণ পানির চিংড়ি চাষ হয়েছে। এ বছর উপজেলায় লবণ পানির চিংড়ি চাষ কমে নেমেছে ৩৭ হাজার বিঘা জমিতে। কারণ হিসেবে জানা গেছে, দীর্ঘদিন নদী থেকে জোয়ারের লবণ পানি তোলায় জমিতে পলি পড়ে উচ্চতা বেড়ে গেছে। এছাড়া ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে চিংড়ির উৎপাদনও এখন কমে গেছে। ফলে চিংড়ি চাষিদের প্রতি বছর লোকসান গুণতে হচ্ছে। তিনি জানান, চিংড়িতে ক্ষতি হওয়ায় জমির মালিকরা এখন বাপ দাদার পেশায় ফিরে এসে আমন শেষে বোরো চাষ শুরু করেছেন।

চিংড়ি চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়া মদিনাবাদ গ্রামের আলতাফ হোসেন ও পূর্ব মঠবাড়ী গ্রামের দাউদ গাজী জানান, জমির উচ্চতা বেড়ে গেছে এবং চিংড়িতে ভাইরাসের কারণে যে পরিমাণ চিংড়ির রেণু পোনা ছাড়া হয় তার ১০ ভাগও পাওয়া যায় না। তাই আগামী ৫ বছরের মধ্যে এই এলাকায় লবণ পানির চিংড়ি চাষ কমে যাবে বলে তাদের ধারণা।

গোবরাপূর্ব চক গ্রামের অ্যাডভোকেট আবু জাফর বলেন, জমিতে আমন ধান চাষ শেষে বোরো ধান চাষ করে কৃষকরা এখন চিংড়ির চেয়েও লাভবান হচ্ছেন। কেননা ধানসহ খড় পাওয়া যায় এবং তা গরুর খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়।

বোরো চাষি মহারাজপুর গ্রামের মোতালেব, আজিজুল জানান, যদিও শুকনা মৌসুমে বোরো চাষে খরচ বেশি, তবুও লাভ হয়। ধানও বেশি হয় এবং খড়কুটা বিক্রি করা যায়। উপজেলা মৎস্য কর্মকর্তা আলাউদ্দিন আহম্মেদ জানান, গত বছর ৪০ হাজার বিঘা জমিতে চিংড়ি চাষ হলেও এবার কমেছে প্রায় ৩ হাজার বিঘা। চিংড়ি চাষিরা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কথা স্বীকার করে তিনি বলেন, লবণ পানি বাদ দিয়ে অনেক চাষি ধান ক্ষেতে মাছ চাষও শুরু করেছেন।

তবে যে জমিতে লবণ পানি ঢোকা রোধ করতে না পারার অভিযোগ ছিল একসময় এবং ধানের ফলন হতো না বা কম হতো বলে স্থানীয়রা লবণ পানি আরও এনে চিংড়ি চাষে ঝুঁকে পড়লো এক দশকের মধ্যে সেই জমিগুলো ধান চাষের জন্য এত উপযুক্ত হলো কী করে? এ প্রশ্নের উত্তরে কয়রা উপজেলা কৃষি অফিসার মিজান মাহমুদ জানান, এক সময় লবণ পানির চিংড়ি চাষ এই উপজেলায় দ্রুত গতিতে বেড়েই চলছিল। কিন্তু তাদের প্রথম থামায় চিংড়ির ভাইরাস। এই ভাইরাসের কারণেই এক দশক চিংড়ি চাষি সেজে থাকা কৃষকরা ক্ষতি এড়াতে আবারও আমনসহ বোরো ধান চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। তবে এ ব্যাপারে তাদের সাহায্য করেছে লবণ সহিষ্ণু ধানের জাতের উদ্ভাবনী সাফল্য।

তিনি বলেন, লবণ সহিষ্ণু জাতের বীনা ১০, বীনা ৮, ব্রি ৬৭ ও ব্রি ২৮ জাতের ধানের ফলন বিঘা প্রতি ২০ থেকে ২৫ মণ হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। তাছাড়া একই জমিতে আমনসহ বোরো ধান চাষ করে তার খড়কুটা বিক্রি করে খরচ কমে যাওয়ায় প্রতি বছর বোরো চাষ বাড়তে শুরু করেছে এবং চলতি মৌসুমে বোরো ফসলের উৎপাদন ভালো হলে আগামীতে চাষ বাড়বে বলে তিনি ধারণা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড