• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাসাইলে ইরি ধান রোপণে ব্যস্ত চাষি

  টাঙ্গাইল প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩০
ইরি ধান
ইরি ধান রোপণে ব্যস্ত কৃষক (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের বাসাইলে চাষিরা ইরি ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছরের মতো এ বছরেও উৎসব মুখর ভাবে ধান রোপণ করছেন চাষিরা।

চাষিদের ছেলে-মেয়েরাও পরিবারের সঙ্গে ইরি ধান রোপণে ব্যস্ত সময় পার করছে। বাম্পার ফলনের আশাতেই পুরোদমে ইরি বোরো ধান রোপণে কোমর বেধে মাঠে নেমেছেন তারা।

জমি প্রস্তুতকরণ, বোরো ধানের চারা উত্তোলন ও রোপণের কাজে কৃষকরা ব্যস্ত সময় পার করছে এখন। পূর্বে রোপণকৃত বোরো ধানের চারা উত্তোলন করে তা চাষ দেওয়া জমিতে সারিবদ্ধ ভাবে রোপণ করছে। দুর্যোগ না হলে ও আবহাওয়া অনুকূলে থাকলে ইরি ধানের বাম্পার ফলনের আশা কৃষকদের।

বাসাইল উপজেলার প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে ইরি ধান আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায় উপজেলার জিকাতলী পাড়া গ্রামের চাষি ধীরা মন্ডল (৬৫), বীরেণ মন্ডল (৫৫) ও রঞ্জিত সরকার (৩৫) এবার প্রায় ৩০ বিঘা জমিতে ইরি ধান রোপণ করবেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলন হবে বলেও জানান তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড