• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষক প্রশিক্ষণ

উচ্চ ফলনশীল ধানের ১০৩টি জাত উদ্ভাবন

  রংপুর প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৮
কৃষক প্রশিক্ষণ
কৃষক প্রশিক্ষণে বক্তারা (ছবি : দৈনিক অধিকার)

ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং আবহাওয়া পরিবর্তনে কৃষির চ্যালেঞ্জ মোকাবেলা ও ধান উৎপাদনে পানির ব্যবহার হ্রাসে বিনা স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল পরিবেশ বান্ধব ১৭টি ফসলের ১০৩টি জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে বোরো মৌসুমে বিনা ১৪ ও আউশ মৌসুমে বিনা ১৯ ধান উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে চাষাবাদ শুরু করেছে।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট বিনা রংপুর তাজহাট উপকেন্দ্রে বিনা উদ্ভাবিত পরিবর্তিত আবহাওয়া উপযোগী বোরো ও আউশ ধানের আধুনিক চাষাবাদ কলাকৌশল ও করণীয় শীর্ষক সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণে এ তথ্য জানান বিনার প্রথম নারী মহাপরিচালক ড. হোসনেয়ারা বেগম।

এ প্রশিক্ষণে বিনার বিজ্ঞানী এবং বিনা ১৪ ও ১৯ ধানের উদ্ভাবক ড. মো. আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণের রংপুরের উপপরিচালক ড. মো. সরোয়ারুল হক, বিনার বিজ্ঞানী ড. মো. আজিজুল হক, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুর রউফ, বিনা রংপুর উপকেন্দ্রের ইনচার্জ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তানজিলুর রহমান কৃষকদের কম পানি ও কম সার ও কীটনাশক ছাড়া বিষমুক্ত ফসল উৎপাদনের কলা কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে ৫০ জন আদর্শ চাষি অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড