• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রংপুরে আলুর বাম্পার ফলনের আশা কৃষকদের

  নিজস্ব প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০১৯, ১১:৪৭
আলু
ছবি : দৈনিক অধিকার

রংপুরের গঙ্গাচড়ায় আলু চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবার আলুর ফলন ভালো হয়েছে। বীজ, সার ও কীটনাশক ওষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকূল থাকায় এবার এ উপজেলায় আলুর বাম্পার ফলন পেতে যাচ্ছে বলে ধারণা করছে কৃষকেরা।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আলুর ক্ষেতে রোপনকৃত আলুর চারাগুলো বড় হয়ে বিস্তীর্ণ মাঠগুলো এখন সবুজে ছেয়ে গেছে। গত বছর আলু ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে কৃষকেরা আলুর চাষ অনেক বেশি করেছেন। তাই বেশি লাভের আশায় এবার এ উপজেলায় অনেক কৃষক বেশি বেশি করে আলু রোপন করেছেন। আলুর ক্ষেত ভালো রাখতে কৃষকেরা নিয়মিতভাবে পরিচর্যাসহ ক্ষেতের বিভিন্ন কাজে তাদের ব্যস্ততা বেড়েছে। কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে আগাম জাত আলু উপজেলার বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে। নতুন আলুর ফলনও ভালো মিলেছে এবং সঠিক দাম পাচ্ছেন কৃষকেরা।

উপজেলার লক্ষিটারী ইউনিয়নের ইশোরকোল গ্রামের আ. মান্নান, নজরুল ইসলাম, বড়বিল ইউনিয়নের মোস্তফা, মালেক জানান, অন্যান্য ফসলের চেয়ে এই এলাকার আলু উৎপাদন বেশি পরিমাণ হওয়ায় কৃষকদের কাছে জনপ্রিয় ফসল আলু।

এ বছর আলুর ক্ষেতে রোগ বালাই কমসহ আবহাওয়া অনুকূল থাকায় আলু চাষ করে তারা আলুর বাম্পার ফলন পেতে পারে বলে ধারণা করছে। গত বছর যারা আলুর দাম অনেক ভালো পেয়ে ছিলেন মূলত তারাই বেশি লাভের আশায় এবার এ অঞ্চলে অনেক বেশি আলু রোপন করেছেন। ইতিমধ্যে কৃষকেরা আগাম জাতের আলু উত্তোলন শুরু করেছেন এবং ভালো দামে আলু বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে এবার ৫৭ দশািমক ৮৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে আলুর বাম্পার ফলন হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড