• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘১০-১০ মেগা শপিং ফেস্টিভ্যাল’-এ দ্য মল বিডির আকর্ষণীয় অফার

  নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০১৯, ২৩:২২
দ্য মল বিডি
(ছবি : সংগৃহীত

বাংলাদেশের ই-কমার্স সাইটগুলোর ‘১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল ’ বৃহস্পতিবার (১০ অক্টোবর) শুরু হয়েছে। এ আয়োজনে কেনা-কাটায় রয়েছে আকর্ষণীয় ছাড় ও উপহার। আয়োজনটি চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

এ মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষ ২০টি ই-কমার্স প্রতিষ্ঠান। এ উৎসবে বিভিন্ন পণ্য কেনা-কাটার ওপর সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। বিকাশে কেনা-কাটায় মিলবে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। ১০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে মাস্টার কার্ডে কেনা-কাটাতেও।

মেলা চলার সময় প্রতিষ্ঠান ২০টি মোট ৫শ’টি ফ্রি গিফট ভাউচার দেওয়া ঘোষণা দিয়েছে। বিশেষ ঘোষণার মধ্যে রয়েছে- মাস্টারকার্ডের সর্বোচ্চ ক্রেতাদের মধ্যে তিনজন জিতে নিতে পারবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা এবং ঢাকা-কলকাতা-ঢাকার বিমান টিকিট।

‘১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল ’-এ অংশগ্রহণ করেছে ‘দ্য মল বিডি ডটকম’ (TheMallBD)। ‘দ্য মল বিডি ডটকম’ দেশের অন্যতম অগ্রসর ই-কমার্স সাইট। প্রতিষ্ঠানটি সরাসরি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বিউটি এবং হেলথ সংশ্লিষ্ট সব নির্ভরযোগ্য পণ্য আমদানি করে থাকে। এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকছে অনেক আকর্ষণীয় অফার। ৩০০টি ব্র্যান্ড ও ২০০০ এর বেশি পণ্যের ওপর থাকছে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া প্রতিদিন ভিন্ন ভিন্ন পণ্যের ওপর ফ্ল্যাশ সেল থাকবে ৬ ঘণ্টা করে। শুধু তাই নয়, অনেক অনেক পণ্য থাকছে শুধুমাত্র ১০১০ টাকায়।

মেলার ১০ দিনে ‘দ্য মল বিডি ডটকম’ এর সর্বোচ্চ ক্রেতা পাবেন কক্সবাজারের বিলাসবহুল হোটেল লং বিচে ৩ দিন ২ রাত থাকার সুযোগ। প্রতি দিন আরও থাকছে ফ্রি ভাউচার।

অনলাইনে গ্রাহক সচেতনতা বৃদ্ধি, পণ্য ও সেবার মান আরও উন্নত করাই এ বিশাল কেনা-কাটা উৎসবের মূল উদ্দেশ্য বলে জানান ‘১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল ’ এর আয়োজকরা।

বিস্তারিত জানতে ভিজিট করুন-TheMallBD

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড