• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ : বিশ্বব্যাংক

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১০ অক্টোবর ২০১৯, ১৪:২৫
বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক (ছবি : সংগৃহীত)

চলতি ২০১৯-২০ অর্থবছরে মোট দেশ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ কম। এ বছর বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল ৮ দশমিক ২ শতাংশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক জানায়, এ বছর বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ হওয়ার কথা বলা হলেও তা ৭ দশমিক ২ শতাংশ হতে পারে।

উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে হলে মানসম্পন্ন চাকরির ব্যবস্থা করতে হবে বলে জানান কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়ং টিমবন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে বলা হয়েছে, জিডিপির মোট প্রবৃদ্ধির মধ্যে কৃষিখাতে প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ, যা গত অর্থবছর সরকারি হিসেবে হয়েছিল ৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া শিল্পখাতেও প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৯ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ১৩ শতাংশ। সেবাখাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ৬ দশমিক ৫ পাঁচ শতাংশ।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড