• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রেমিট্যান্সের ওপর ২ শতাংশ প্রণোদনা দেয়া শুরু হয়েছে : অর্থমন্ত্রী

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০২ অক্টোবর ২০১৯, ২০:২০
রেমিট্যান্স
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ছবি : সংগৃহীত)

দেশে বৈধ উপায়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ২ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ২০তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

চলতি অর্থবছরের বাজেটে দেওয়া ঘোষণা অনুযায়ী এ কার্যক্রম শুরু করেছে সরকার।

মুস্তফা কামাল বলেন, রেমিট্যান্স (প্রবাসী আয়) বৈধ পথে আনার জন্য একটি প্রণোদনার ঘোষণা দিয়েছিলাম। ২ শতাংশ নগদ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এখন কেউ ব্যাংকে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা পাবে। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের অবহিত করতে চাই, তারা আগের পাওনা (১ জুলাই থেকে দিয়ে আসা রেমিট্যান্সের ওপর) প্রণোদনাও পাবেন।

অর্থমন্ত্রী বলেন, বাজেটে ঘোষণা দেওয়ার পরও বিভিন্ন কারণে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ২ শতাংশ নগদ সহায়তা দেওয়ার উদ্যোগ বাস্তবায়নে কিছুটা সময় লেগেছে। এরই মধ্যে সব প্রক্রিয়া শেষের পথে দু-একদিনের মধ্যেই রেমিট্যান্স গ্রহীতারা এ সুবিধা পাবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, এখন থেকে কোনো তথ্য ছাড়াই একজন গ্রাহক ১৫০০ ডলার পর্যন্ত তুলতে পারবেন। রেমিট্যান্সের পরিমাণ এর চেয়ে বেশি হলে ওই গ্রহীতাকে ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি অথবা অন্যান্য তথ্য দিতে হবে।

যিনি রেমিট্যান্স পাঠাচ্ছেন এবং যে গ্রহণ করছেন- তারা কেউই ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বস্ত করেন মন্ত্রী।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড