• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

গরিবের ক্ষুদ্র ঋণে সুদ কমলো

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১
ক্ষুদ্রঋণ
ক্ষুদ্র ঋণগ্রহীতা নারীরা। (ছবি : সংগৃহীত)

ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গরিব মানুষের ঋণের সুদের হার কমিয়ে দিয়েছে। সম্প্রতি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এমআরএ জানিয়েছে, ক্ষুদ্র ঋণের সার্ভিস চার্জের হার ক্রমহ্রাসমান স্থিতি পদ্ধতিতে বিদ্যমান সর্বোচ্চ ২৭ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ২৪ শতাংশ পুনঃনির্ধারণ করা হলো।

এনজিওগুলো এতোদিন দরিদ্র মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে ২৭ শতাংশ সার্ভিস চার্জ তথা সুদ নিতো। কিন্তু এখন সেটা কমিয়ে ২৪ শতাংশ নির্ধারণ করে দিয়েছে এমআরএ।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি।

এ খাতের নিয়ন্ত্রক সংস্থা এমআরএ ২০১০ সালে প্রথমবারের মতো ক্ষুদ্র ঋণের সুদের হার সর্বোচ্চ ২৭ শতাংশ নির্ধারণ করে বলে জানা গেছে। এজন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এ সুদের হার ক্রমান্বয়ে আরও কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

কিন্তু গত ৯ বছরে ক্ষুদ্র ঋণের সুদের হার কমায় নি এনজিওগুলো। এরই এ প্রেক্ষিতে সার্ভিস চার্জ কমিয়ে ২৪ শতাংশ করা হলো।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড