• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক উদ্যোগেই পুঁজিবাজারে ১০ হাজার কোটি টাকা

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:১০
পুঁজি
(ছবি : সংগৃহীত)

টানা ৮ মাস দরপতনের পর বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগের কারণে দেশের পুঁজিবাজার উত্থানে ফিরছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আস্থা ও তারল্য সংকটে পুঁজিবাজারের এই দরপতনের সূচক কমে ২০১৬ সালের ৫ ডিসেম্বরের অবস্থানে চলে গিয়েছিল। সেই অবস্থা থেকে আলোর মুখ দেখছে পুঁজিবাজার।

রবি ও সোমবার (২২ ও ২৩ সেপ্টেম্বর) টানা দুই দিনে সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়ছে ১৫৪ পয়েন্ট। আর তাতেই বিনিয়োগকারীদের হারানো মূলধন ফিরে আসছে অর্থাৎ পুঁজি বেড়েছে ১০ হাজার ২৮৮ কোটি ৮৮ লাখ ৮৪ হাজার টাকা।

তবে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও আতঙ্ক কাটেনি। তারা বলছেন, হঠাৎ করে দুই-একদিন দাম বাড়লেই ইতিবাচক ধারায় ফিরছে- এটা বলা যাবে না। বরং পুঁজিবাজারে সুশাসন ফিরিয়ে আনতে হবে। সব ত্রুটি-বিচ্যুতি ঠিক করতে হবে।

কারসাজি, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাহলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন বলে মনে করেন রূপালী ইনভেস্টমেন্ট সিকিউরিটিজের বিনিয়োগকারী এম সাইফুল আকন্দ।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড