• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বে অষ্টম

  অধিকার ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৩
মাছ
ছবি : সংগৃহীত

বাংলাদেশ মৎস্য সম্পদ উৎপাদনের দিক থেকে বিশ্বে অষ্টম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও সূত্রে এ তথ্য মিলেছে।

মৎস্য সম্পদ উৎপাদনে সবার ওপরে রয়েছে চীন। দেশটির উৎপাদন ছয় কোটি ২২ লাখ টন। দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইন্দোনেশিয়া। দেশটির উৎপাদন এক কোটি ২৮ লাখ টন। তৃতীয় স্থানে রয়েছে ভারত। এরপর যথাক্রমে রয়েছে— ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও পেরু।

মৎস্য সম্পদ উৎপাদনে অষ্টম স্থানে অবস্থান করা বাংলাদেশের উৎপাদন ৪১ লাখ টন। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) মৎস্য সম্পদের অবদান বর্তমানে ৩ দশমিক ৫ শতাংশ। দেশের জিডিপিতে খাতটি অবদান তো রাখছেই, বিশ্বেও একটি ভালো অবস্থানেও আছে বাংলাদেশ।

নবম থেকে ২০তম স্থানে যথাক্রমে রয়েছে— জাপান, নরওয়ে, মিয়ানমার, চিলি, ফিলিপাইন, থাইল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, মিসর, মালয়েশিয়া, মরক্কো ও ফুটবলের দেশ ব্রাজিল।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট (ইইইউ) ওয়ার্ল্ড ইন ফিগার নামে একটি নিয়মিত প্রকাশনায় এসব তথ্য দেওয়া হয়েছে। তথ্যগুলো ২০১৭ সালের। ওই প্রকাশনায় মৎস্য সম্পদ বলতে মাছ, আবরণযুক্ত জলজ প্রাণী ও শামুককে ধরা হয়েছে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড