• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্যাংক নোটের আদলে টোকেন ব্যবহার করলে দণ্ড

  অধিকার ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫
টাকা
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাংকনোটের আদলে টোকেন ব্যবহার থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তি মালিকানায় পরিচালিত কিছু হোটেল-রেস্তোরাঁ, শহরাঞ্চলের কাছাকাছি স্থাপিত বিভিন্ন বিনোদন পার্কে ব্যাংকনোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল-টোকেন, টিকিট ইত্যাদি ছাপিয়ে ব্যবহার করা হচ্ছে। টাকার আদলে এ ধরনের বিল-কুপন-টিকিট ব্যবহারের মাধ্যমে মানুষ প্রতারিত হতে পারে এবং জালনোট প্রস্তুতকারী চক্রের প্রতারণা বাড়বে। এছাড়া ব্যাংকনোটের আদলে খাবারের মূল্য-বিল-কুপন-টিকিট প্রস্তুত ও ব্যবহার একটি দণ্ডনীয় অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে।

আরও বলা হয়, এ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে বর্ণিত কর্মকাণ্ড থেকে বিরত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড