• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কমার্শিয়াল স্পেস ফাইন্যান্স চালু করল এমটিবি

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৯
ব্যাংক
(ছবি : সংগৃহীত)

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কমার্শিয়াল স্পেস ফাইন্যান্স নামে একটি ঋণ সেবা চালু করেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এমটিবির স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে সেবাটি আনার ঘোষণা দেয়া হয়।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান রকিবুল হাসান চৌধুরী জানান, গ্রাহকরা তাদের চাহিদার উপর নির্ভর করে ৫০ লাখ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আর পরিশোধের জন্য সর্বোচ্চ ১২ বছর সময় পাবেন তারা। যদি গ্রাহক চান তাহলে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণ এমটিবিতে স্থানান্তর করার সুযোগ পাবেন।

এসএমই গ্রাহকরা ব্যবসা সম্প্রসারণ, বাণিজ্যিক স্থান ক্রয়, বাণিজ্যিক স্থান নির্মাণ, বাণিজ্যিক স্থানের সংস্করণ ও পুনর্গঠন ঋণ সেবা নিতে পারবেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) পরিচালক এবং সাবেক চেয়ারম্যান এম. এ. রউফ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া এবং বিল্ডিং ফর ফিউচারের ব্যবস্থাপনা পরিচালক তানভিরুল হক প্রবাল প্রমুখ।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড