• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সপ্তাহ শেষে লেনদেন কমেছে ডিএসইতে

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৩
সূচক
(ছবি : ইন্টারনেট)

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে। সূচক সপ্তাহের মাঝামাঝি সময়ে বাড়লেও শেষ দিকে আবারও লেনদেন কমে। সপ্তাহ শেষে সূচক কমে দাঁড়ায় ১০০ পয়েন্ট। আর লেনদেন বাড়ে ৩৩ কোটি ৪৯ লাখ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয় ৩৭১ কোটি টাকা। যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে ৫৬ কোটি টাকা কম। এ দিন সূচক ছিল ৫ হাজার ৩৩ পয়েন্ট। লেনদেনের এ পরিমাণ সর্বনিম্ন হলেও সূচকের এ পরিমাণ সর্বোচ্চ।

দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন বেড়ে ৪০০ কোটি টাকায় পৌঁছে। সূচক কিছুটা কমলেও থাকে ৫০০০ পয়েন্টেই।

পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার বন্ধ থাকে ডিএসই’র কার্যক্রম।

চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন বেড়ে ৫০২ কোটি টাকায় পৌঁছায়। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সূচক কমে দাঁড়ায় ৪৯৩৩ পয়েন্টে।

পঞ্চম অর্থাৎ শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন কমে ৪০০ কোটি টাকার ঘরে নেমে যায়। এ দিন সূচক থাকে ৪৯৩৩ পয়েন্টই। সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

গত সপ্তাহে লেনদেন হওয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ২৭৬টির। অপরিবর্তিত ছিল ১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

এ দিকে, সমাপ্ত সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ন্যাশনাল টিউবস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৯ লাখ ৩৪ হাজার ৮৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার টাকা। ডিএসই’র সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে।

এ তালিকার জেএমআই সিরিঞ্জ দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১১ লাখ ৮৪ হাজার ২১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০ কোটি ৭৬ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির ২ কোটি ১১ লাখ ৭৬ হাজার ৪৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকা।

মুন্নু সিরামিক তালিকার চতুর্থ স্থানে রয়েছে। কোম্পানিটির ২৬ লাখ ২ হাজার ৭৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকা।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে মুন্নু জুট স্ট্যাপলার্স। কোম্পানিটির ২ লাখ ৮৭ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৫ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকা।

সপ্তাহ শেষে লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- স্ট্যাইল ক্রাফট, ওয়াটা কেমিক্যালস, ইউনাইটেড পাওয়ার, সিলকো ফার্মাসিউটিক্যালস ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস।

অন্য দিকে, শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার। সপ্তাহে কোম্পানির সর্বোচ্চ দর কমেছে ১৭ দশমিক ৩৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি সর্বশেষ ৩২১ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩২ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩ লাখ ২১ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডায়িং। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৫ লাখ ৮৮ হাজার টাকা।

এমএল ডায়িং লুজারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৬ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৮ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড