• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

হিলি বন্দরে হঠাৎ দাম বেড়েছে পেঁয়াজের

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৪
পেঁয়াজ
(ছবি : প্রতীকী)

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে হঠাৎ আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে। মান অনুযায়ী কেজি প্রতি পাঁচ থেকে সাত টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়।

পাইকাররা অভিযোগ করে বলেন, গত সোমবার (৯ সেপ্টেম্বর) ভারত থেকে আসা একই পেঁয়াজ ৩৭ টাকায় কিনেছিলাম। কিন্তু বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকায় নিতে (কিনতে) হচ্ছে। তারা আরও বলেন, মুকামে যে দাম এখানেও সেই একই দাম।

ক্ষুদ্রব্যবসায়ী ও পাইকাররা জানান, আমরা মাল (পেঁয়াজ) কিনে সাহস পাচ্ছি না।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় আমদানি কমেছে পেঁয়াজের। এ কারণেই প্রভাব পড়েছে দামে। তিনি আরও বলেন, এত দামে বিক্রি হবে কিনা-এর আগে ক্ষতি হলো, এই ভয়ে লোড কম দেয়ায় দাম বেশি হয়েছে। বলছিলেন, এই আমদানিকারক।

এদিকে, পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য আমদানিকারকদের সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকাররা।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, হিলি স্থলবন্দর দিয়ে চলতি সপ্তাহের প্রথম চার কর্মদিবসে ভারত থেকে এক হাজার ৯০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড