• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেয়ারবাজারে বড় ধরনের দরপতন

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৭
দর পতন
(ছবি : প্রতীকী)

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকে বড় ধরনের দরপতনে ৫ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) এই সপ্তাহের ৩য় কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ৭৫ পয়েন্ট, যা ৪ হাজার ৯৩৩ পয়েন্টে অবস্থান করছে।

একটানা ছয় দিন বড় ধরনের দরপতনের পর গত ৪ আগস্ট ডিএসইএক্স ৫০০০ পয়েন্টের নিচে নেমে আসে। এ দিকে, দরপতন ঠেকাতে শেয়ারবাজারের সূচক টেনে তোলা হয়।

ডিএসইতে আজ ৫০২ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। আর হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ২৮৮টির, অপরিবর্তিত আছে ২৮টির দর।

ডিএসইতে আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ স্থানে আছে ন্যাশনাল টিউবস লিমিটেড। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ বা ১৩ টাকা ৮০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ার সর্বশেষ ১৫২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৪ হাজার ১৬৬ বারে ১৮ লাখ ৩২ হাজার ১৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ বা ৩৪ টাকা ৪০ পয়সা। শেয়ার সর্বশেষ ৪২৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ২৪১ বারে ৮৫ হাজার ৭৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬২ লাখ ৬৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড। এই দিন ওই কোম্পানির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭২ শতাংশ বা ২৪ টাকা ৩০ পয়সা। ইউনিট সর্বশেষ ৩১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৩৬৩ বারে ১ লাখ ৬৯ হাজার ৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু জুট স্টাফলার্স, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, অ্যারামিট লিমিটেড, বিকন ফার্মা, সেনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড।

অপরদিকে, টপটেন লুজার বা দরপতনের তালিকার শীর্ষ স্থান দখল করে রয়েছে এম.এল. ডাইং। এই কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৬ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৫৪ বারে ১ লাখ ৯৫ হাজার ৯৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৫ লাখ ৫৬ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৫ শতাংশ বা ২ টাকা ৬০ পয়সা কমেছে। শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৫৮৩ বারে ৪৩ লাখ ৩৫ হাজার ৭৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২৯ লাখ ৩৯ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৯ শতাংশ বা ৭ টাকা ৭০ পয়সা কমেছে। শেয়ার সর্বশেষ ৮৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৭ বারে ২৯ হাজার ৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড-১, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এরামিট সিমেন্ট লিমিটেড, সি অ্যান্ড এ টেক্সটাইলস ও এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড