• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের বাজারে কমলো সোনার দাম

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৬
সোনার দোকান
সোনার দোকান (ফাইল ফটো)

দেশের বাজারে কমেছে সোনার দাম। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। দাম কমানোর এমন ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে বলা হয়, নির্ধারিত নতুন দাম অনুযায়ী প্রতি ভরি সোনায় ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ ও ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৯ হাজার ৫১৩ টাকায়। অপরদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি কমে হবে ২৯ হাজার ১৬০ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, দেশের সোনার মূল্য বিশ্ব বাজারে সঙ্গে ওঠা নামা করে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা কমায় দেশের বাজারেও দাম কমেছে।

উল্লেখ্য, গত এক মাসে দেশের বাজারে চারবার সোনার দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গত ৬, ৮, ১৯ ও ২৭ আগস্ট সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাজুস। চারবার দাম বৃদ্ধির পর এবার এলো দাম কমানোর ঘোষণা।

ওডি/এসএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড