• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কমছে চালের দাম

  অর্থ-বাণিজ্য ডেস্ক

০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৩
চাল
(ছবি : সংগৃহীত)

গত শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি চালের বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট ৪১ , আটাশ ৩৩, নাজিরশাইল কেজিতে এক থেকে দুই টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। তবে পাইকারি বাজারে আরেক দফা দাম কমেছে বেশিরভাগ চালের। কম দামেই বিক্রি হচ্ছে বাঙালির প্রধান এই খাদ্যশস্য।

পাইকাররা জানান, আমন মৌসুমে নতুন চাল বাজারে এলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দাম কমেছে আদা, রসুন আর পেঁয়াজেরও। তবে এলাচ, জিরাসহ সব ধরনের মসলার দাম স্থিতিশীল রয়েছে।

এদিকে,নিয়মিতভাবেই কমছে চালের দাম। তারই ধারাবাহিকতায় এবার মূল্যের চাকা যেন আরেকটু ঘুরলো নিচের দিকে। পাইকার জানিয়েছেন, কেজিতে এক থেকে দুই টাকা কমে মিনিকেট ৪১ , আটাশ ৩৩, নাজিরশাইল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে।

মসলার বাজারেও আছে সুখবর। দাম কমেছে পেঁয়াজের। কেজিতে চায়না আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা, আর কেজিতে ৫ টাকা কমে চায়না রসুন বিক্রি হচ্ছে ১২৫ টাকায়।

তেলের বাজারে খোলা তেল কেজিতে ২ টাকা বেড়ে ৮২ টাকায় বিক্রি হলেও, অপরিবর্তিত রয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম।

অন্যদিকে, এলাচ, জিরা, লবঙ্গ আর অন্যান্য মসলার দাম রয়েছে স্থিতিশীল। তবে ডালসহ কোন পণ্যের দামই বাড়ার আশঙ্কা নেই বলে জানান পাইকাররা।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড