• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্ধারিত সময় এবং দামেই কেনা হবে চামড়া, ঘোষণা বিটিএর

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৫ আগস্ট ২০১৯, ০১:২৮
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)

খুব শীঘ্রই বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) শিগগিরই নির্ধারিত দামে কাঁচা চামড়া ক্রয় শুরু করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (১৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) অবিলম্বে কাঁচা চামড়া ক্রয় শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

কাঁচা চামড়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে পর্যালোচনা করেছে। আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনকে ২০ আগস্টের আগেই জরুরি ভিত্তিতে কাঁচা চামড়া ক্রয় করার অনুরোধ জানালে অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাঁচা চামড়ার গুণাগুণ যেন বজায় থাকে, সেজন্য স্থানীয়ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য ব্যবসায়ী এবং সংরক্ষণকারীদের প্রতি আগেই অনুরোধ জানানো হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ জানিয়েছে।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড