• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চামড়া নিয়ে সরকারের সিদ্ধান্তে দেশীয় শিল্প ধ্বংসের মুখে পড়বে : বিটিএ

  নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট ২০১৯, ১২:৪৩
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন (ছবি : সংগৃহীত)

এবার কুরবানির পশুর চামড়ার সঠিক দাম না পাওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে চামড়া মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। এমন পরিস্থিতে বুধবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)। এসময় ট্যানারি মালিকরা মন্তব্য করেন, ‘সরকারের কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তের কারণে দেশীয় শিল্প ধ্বংসের মুখে পড়বে।’

এর আগে ন্যায্য দাম নিশ্চিতের লক্ষ্যে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার।

দেশীয় শিল্প রক্ষায় কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিটিএ নেতারা বলেন, কাঁচা চামড়া বিদেশে রপ্তানি হলে দেশীয় শিল্প ধ্বংসের মুখে পড়বে। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত দেশীয় শিল্পের ক্ষতি বয়ে আনবে।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তৃতা করেন সংগঠনটির সভাপতি মো. শাহিন আহমেদ। তিনি বলেন, ২০ আগস্ট থেকে আমরা চামড়া সংগ্রহ করব। সেসময় চামড়ার বাজার স্থিতিশীল থাকবে। আশা করছি এ সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করবে।

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী বলেন, উপযুক্ত দাম নিশ্চিতের লক্ষ্যে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যমতে লক্ষ্য করা যাচ্ছে, নির্ধারিত মূল্যে কুরবানির পশুর চামড়া কেনা-বেচা হচ্ছে না। এ ব্যাপারে চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীর দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত দামে কাঁচা চামড়া বেচা-কেনা নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়।

এদিকে কুরবানির পশুর চামড়ার দাম অস্বাভাবিক কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার সকালে রংপুর নগরীর শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ, জৈষ্ঠ্য সহসভাপতি ইলিয়াছুর রহমান বাবু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালামসহ অনেকে।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড