• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের বাড়ল স্বর্ণের দাম

  নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই ২০১৯, ২১:০৫
স্বর্ণের দাম
বাড়ল স্বর্ণের দাম। (ছবি : সংগৃহীত)

ফের বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২৩, ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে বাড়ানো হয়েছে সমপরিমাণ দাম। এর আগে সবশেষ স্বর্ণের দাম বাড়ানো হয় ৩ জুলাই।

মঙ্গলবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মূল্য তালিকায় ২৩ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৫ হাজার ২৬ টাকা। বর্তমানে ২৩ ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে ৬৩ হাজার ৮৬০ টাকা। ভরিতে বেড়েছে ১১৬৬ টাকা।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৩৬২ টাকা। বর্তমানে দাম রয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫১ হাজার ৩০ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৪৯ হাজার ৮৬৩ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ১৪ টাকা। বর্তমান দাম রয়েছে ৪৪ হাজার ৮৪৮ টাকা।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।

ওডি/এসএইচএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড