• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

৫৭ ব্যাংকের মধ্যে ৯ শতাংশ সুদহার বাস্তবায়ন করেছে মাত্র ১৪ ব্যাংক

  অর্থ-বাণিজ্য ডেস্ক

২০ জুলাই ২০১৯, ১১:৫৫
বাংলাদেশ ব্যাংক

ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে সরকার এবার ৯ শতাংশ সুদ বাস্তবায়নকারী ব্যাংকের তালিকা সংগ্রহ করার নির্দেশ দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) এ প্রসঙ্গে এক চিঠি পাঠানো হয়েছে। যেখানে জরুরি ভিত্তিতে ৯ শতাংশ সুদ বাস্তবায়নকারী ব্যাংকের তালিকা সরবরাহের অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব ব্যাংক ঋণের ৯ শতাংশ সুদ বাস্তবায়ন করেছে, তারাই শুধু সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিবি) বরাদ্দ রাখা তহবিল পাবে বলে অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্তে জানা গেছে। এই অর্থ আমানত হিসাবে রাখার সুবিধা দিতে এ তালিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে যারা ৯ শতাংশ সুদ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, সে সকল ব্যাংক এ সুবিধা পাবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা বলেন, ৯ শতাংশ সুদহার বাস্তবায়নকারী ব্যাংকগুলোকে সরকারি তহবিলের সুবিধা দেওয়া হবে। এ জন্য কোন কোন ব্যাংক ৯ শতাংশ সুদ বাস্তবায়ন করেছে, সরকার সেই তালিকা সংগ্রহ করছে। তবে যারা ৯ শতাংশ সুদহার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, তাদের এ সুবিধা দেওয়া হবে না।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মে মাসে দেশের ৫৭টি ব্যাংকের মধ্যে মাত্র ১৪টি ব্যাংক ঋণের ৯ শতাংশ সুদহার বাস্তবায়ন করেছে। আর এই নয়টি ব্যাংকের মধ্যে সরকারি খাতের ব্যাংক রয়েছে আটটি। এখনো পর্যন্ত বেসরকারি ও বিদেশি মিলে অন্তত ৪২টি ব্যাংকের সুদহার দুই অঙ্কের ঘরে রয়েছে। আর অনেক ব্যাংকই শিল্পঋণে ১২ থেকে ১৮ শতাংশ পর্যন্ত সুদারোপ করছে। এমন অবস্থায় দেশের সব বাণিজ্যিক ব্যাংকের এমডিদের সঙ্গে এই রবিবার বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। সে দিন বিকাল ৩টায় এই বৈঠক হবে। বৈঠকে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা রক্ষায় শীর্ষ গ্রহীতাদের নিয়মিত তদারকির পাশাপাশি ঋণ আদায় জোরদারে ব্যাংকের এমডিদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আর খেলাপি ঋণ বৃদ্ধির কারণ ও তা কমিয়ে আনার কৌশল নিয়েও আলোচনা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বৈঠকের অংশ হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বসছে। সেখানে খেলাপি ঋণ, এসএমই ঋণ, ঋণ ও আমানতের সুদহার, নতুন মুদ্রানীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।’

আর তিনি অর্থ মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে বলেন, ‘এ প্রসঙ্গে প্রতিবেদন তৈরি করে শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

যেসব ব্যাংক গত মে মাসে ৯ শতাংশ সুদহার বাস্তবায়ন করেছে, তাদের মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এনআরবি গ্লোবাল ও সীমান্ত ব্যাংক।

আর রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত খাতের আটটি ব্যাংক গত বছর থেকে ৯ শতাংশ সুদ বাস্তবায়ন করেছে। এগুলো হলো— অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। অন্যদিকে বিদেশি খাতের কমার্শিয়াল ব্যাংক অব সিলন এক অঙ্কের সুদহার বাস্তবায়ন করেছে।

প্রসঙ্গত, গত বছর সরকার ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনতে সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার সিদ্ধান্ত নেয়। এর আগে এই আমানতের ২৫ শতাংশ পর্যন্ত বেসরকারি ব্যাংকে রাখা যেত।

কিন্তু এই সুবিধার পরও বেসরকারি ব্যাংকগুলো ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে না আনায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ২০ মে সরকারি আমানত পাওয়ার ক্ষেত্রে নতুন শর্তারোপ করে একটি সার্কুলার জারি করে। সেখানে বলা হয়, প্রতিশ্রুতি অনুযায়ী যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণের সুদের হার ৯ শতাংশের মধ্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছে, শুধু তারাই এই আমানত পাবে।আর ওই সময়ের মধ্যে যারা ঋণের সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনতে ব্যর্থ হয়েছে ,তারা এই আমানত পাবে না।

গত বছর বেসরকারি ব্যাংক মালিকরা ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে সরকারি আমানতের পাশাপাশি আরও কিছু সুবিধা আদায় করে। কিন্তু বেশির ভাগ বেসরকারি ব্যাংক এই ৯ শতাংশ সুদহার বাস্তবায়ন করেনি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড