• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

 ডিএসই-৩০ সূচকে যোগ হলো পাঁচ কোম্পানি 

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১৮ জুলাই ২০১৯, ০৯:০৭
ডিএসই
(ছবি: সংগৃহীত)

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই-৩০ সূচকে সমন্বয় করা হয়েছে। সেখানে নতুন এই সমন্বয়ে পাঁচটি কোম্পানি অন্তর্ভুক্ত এবং একই সঙ্গে পাঁচটি কোম্পানিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৭ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যে পাঁচ কোম্পানি ডিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হলো- ইসলামী ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, একমি ল্যাবরেটরিজ, একটিভ ফাইন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি।

আর যে কোম্পানিগুলোকে বাদ দেওয়া হয়েছে সেগুলো হলো- পদ্মা অয়েল, পূবালী ব্যাংক, আরএকে সিরামিক, বিএসআরএম স্টিলস ও এসিআই লিমিটেড।

সাধারণত প্রতি প্রান্তিকে ডিএসই কর্তৃপক্ষ ডিএসই-৩০ সূচক সমন্বয় করে। এক্ষেত্রে নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হয়। শর্ত পরিপালনের মাধ্যমে এবারের সমন্বয়ে এই পাঁচ কোম্পানি সূচকে অন্তর্ভুক্ত হয়েছে। এটি আগামী ২১ জুলাই থেকে কার্যকর হবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড