• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোনা ব্যবসায়ীদের বেসামাল ওঠা-নামা

  নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই ২০১৯, ২১:৩৪
জুয়েলারি দোকান
২০১৭ সালে আপন জুয়েলার্সের একটি শাখায় শুল্ক গোয়েন্দাদের অভিযান (ফাইল ফটো)

মাত্র ২০ দিনের ব্যবধানে তিনবার দামের ওঠা-নামা করালেন সোনা ব্যবসায়ীরা। গত ১৩ জুন প্রস্তাবিত বাজেট উত্থাপনের দিন রাতেই আসে সোনার দাম বৃদ্ধির ঘোষণা। ওইদিন বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিজ্ঞপ্তিতে প্রতি ভরিতে দাম বাড়ায় ১ হাজার ১৬৭ টাকা।

প্রস্তাবিত বাজেটে (২০১৯-২০) সোনা আমদানিতে শুল্কহার প্রতি ভরিতে ১ হাজার টাকা কমানোর কথা বলা হয়। এতে সোনা আমদানির খরচ ও দেশের বাজারে সোনার দাম কমার কথা। কিন্তু উল্টো বাজেটের রাতেই বাড়ে দাম। এটিকে তখন জুয়েলার্স সমিতির কৌশল হিসেবে দেখেন সংশ্লিষ্টরা। সমালোচনার পর ১৮ জুন ঠিক ১ হাজার ১৬৭ টাকাই কমানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি। তাতেও সেই কৌশলটাই বেরিয়ে আসে। অর্থ্যাৎ দাম আগেরটাই থেকে যায়। মাঝখান থেকে বাজেটের কারণে দাম কমে যাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হন সাধারণ ক্রেতারা। আর সুবিধাটি ষোল আনা নেয় সোনা ব্যবসায়ীরা।

সবশেষ আজ (৩ জুলাই) বিকালে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে জুয়েলার্স সমিতি। এবার বাড়ল প্রায় দিগুণ। বেড়েছে ভরিতে ২ হাজার ৪১ টাকা। বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে।

দাম বাড়ায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ১৯৬ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ টাকা ও ১৮ ক্যারেট বিক্রি হবে ৪৪ হাজার ৮৪৮ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই ২৬ হাজার ৮২৭ টাকা। একইভাবে রুপার দামেও হেরফের হবে না। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা।

সারাদেশে বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪২ হাজার ৮০৬ টাকায় বিক্রি হয়েছে।

জুয়েলার্স সমিতি প্লাটিনাম বা হোয়াইট গোল্ডের মূল্যও ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ভরি প্লাটিনামের মূল্য হবে ৬৩ হাজার ৮৬০ টাকা। বুধবার যার দাম ছিল ৬১ হাজার ৮১৯ টাকা ভরি।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড